যোগাযোগ ব্যবস্থা
সুনামগঞ্জ শহরের নিকটবর্তী ইউনিয়ন হচ্ছে সুরমা ইউনিয়ন।আর্ন্তজাতিক নদী সুরমার তীরে অবস্থিত সুরমা ইউনিয়ন । সুরমা ইউনিয়নে আসার জন্য দুই ধরনের পথ অবলম্বন করা যায়।
১।নদী পথ
২।সড়ক পথ।
১।নদী পথ:নদী পথে সুরমা ইউনিয়নে আসার জন্য শহরের যে কোন জায়গা থেকে রিক্সা যোগে সুনামগঞ্জ পৌরসভা কতৃক নির্মিত রিভার ভিউ এসে নৌকা করে সুরমা ইউনিয়নে আসা যায় ।এতে নৌকা ভাড়া পড়বে ৮-১০টাকা।
২।সড়ক পথ: সড়ক পথে সুরমা ইউনিয়নে আসার জন্য সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্ট হতে অটো রিক্সা যোগে ধারারগাঁও সংলগ্ন হালোয়ার ঘাট খেয়া পার হয়ে সুরমা ইউনিয়নে আসতে হয়।এক্ষেত্রে অটো ভাড়া ১০-১৫ টাকা ও খেয়া ভাড়া ২-৫ টাকা।
তাছাড়াও নিজস্ব গাড়ি বা মোটর বাইকে আসা যায়। মোটর বাইক নিয়ে নদী পার হওয়া গেলেও গাড়ি নিয়ে নদী পার হওয়া সম্ভব হয়না।
আভ্যন্তরিন যোগাযোগ: সুরমা ইউনিয়নের মধ্যে আপনাকে যে কোন জায়গায় যেথে হলে ভাড়ায় চালিত মোটর সাইকেল ,কিছু কিছু জায়গায় অটো রিক্সা যোগে যাতায়ত করতে হবে।এক্ষেত্রে ভাড়া ১০০-১৫০ টাকা।
এছাড়াও সুরমা ইউনিয়ন সুনামগঞ্জ শহরের নিকটবর্তী হওয়ায় শহরের সাথে সুরমা ইউনিয়নের কয়েকটি গ্রামে সরাসরি খেয়াঘাট পার হয়ে আসা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস